বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের দক্ষিণ দলুয়া আশ্রমপাড়া এলাকায় ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আয়োজিত উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রী হরিচন্দ্র বর্মন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জননেতা মোঃ মনজুরুল ইসলাম। উঠান বৈঠকে উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় বক্তারা দলের নীতি ও আদর্শ তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।