বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার অজিত সিং।
আজ সোমবার বেলা ১১ টা ৩০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে আলোচনা করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহাদী আমিন।
The High Commissioner of Canada to Bangladesh, Ajit Singh, paid a courtesy meet with the Chairman of the Bangladesh Nationalist Party - BNP, Tarique Rahman.
The meeting was held on Monday at 11:30 a.m. at the BNP Chairman’s Political Office in Gulshan, Dhaka. The information was confirmed by BNP Media Cell member Shayrul Kabir Khan.
During the meeting, both sides exchanged greetings and discussed ways to strengthen bilateral relations between the two countries, as well as opportunities to expand cooperation in various sectors.
Also present at the meeting were BNP Joint Secretary General and member of the BNP Chairman’s Foreign Affairs Advisory Committee Humayun Kabir, and member of the BNP Chairman’s Advisory Council Mahadi Amin.